পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জনক কে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আপনি যদি বেকার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে পশ্চিমবঙ্গের কৃষি বিভাগে চাকরি করার দারুন সুযোগ। মহিলা পুরুষ নির্বিশেষে যোগ্যতা নিরিখে কৃষি বিভাগের সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে শেষ পর্যন্ত পড়বেন। এই যে শূন্য পদ, আবেদন পদ্ধতি,যোগ্যতা, বয়স ও অন্যান্য আরো বিস্তারিত আলোচনা করা হবে। WB Krishi Bishwabidyalay Job Recruitment
নোটিশ নং: UBKV/Rect./02/2024
নোটিশ প্রকাশের তারিখ: 26/06/2024
কী কী পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে মোট তিন ধরনের পদে নিয়োগ করা হবে যার মধ্যে জুনিয়র ক্লার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে।
বয়স সীমা : উপরোক্ত পদগুলিতে আবেদন করতে চাকরি প্রার্থীদের বয়স সীমা থাকতে হবে সর্বাধিক ৪৫ বছর কিংবা তার নিচে।
মাসিক বেতন : এক্ষেত্রে তিন ধরনের পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন ধার্য করা হয়েছে।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে ২৭ হাজার টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে ৩৫ হাজার ৮০০ টাকা।
ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জন্য মাসিক বেতন ধার্য করা হয়েছে ৩০ হাজার ৩০০ টাকা
বাছাই প্রক্রিয়া : যোগ্যতার নিরিখে যে সমস্ত চাকরিপ্রার্থীগণ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন, তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে অ্যাপটিটুইট টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পদ্ধতি : আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র ফিলাপ করতে হবে।
1.অফলাইন মাধ্যমে আবেদন করার সময় অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে
2. এরপর ওই আবেদন পত্রটি জরুরি তথ্য অনুযায়ী পূরণ করতে হবে
3. আবেদনপত্র পূরণ করার সময় আবেদন ফি জমা করতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং জমা করতে হবে
4. আবেদন ফি জমা হলে সেই আবেদন ফি জমা স্লিপ ও আবেদন পত্র এবং সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় অফলাইন মাধ্যমে জমা করতে হবে।
আবেদন ফি : চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে আবেদন ফি হিসেবে ওবিসি ও সাধারণ দের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ২৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা : Office of the Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O. Pundibari, Dist. Cooch Behar, Pin-736165, West Bengal
আবেদনপত্র জমা করার শেষ তারিখ : ২৬ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন।
Official Notification Download
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You