সরকারি বা বেসরকারি চাকরি পেতে আর ছেলেমেয়েদের কষ্ট করতে হবে না। রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের শেষে কাজের সুযোগও রয়েছে তাদের জন্য। বিভিন্ন কারিগরি শিক্ষা থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। অনেকে এখনো পর্যন্ত সরকারের এই প্রকল্প সম্পর্কে জানেন না। কি এই প্রকল্প? এই প্রকল্পের মাধ্যমে কি কি বিষয় প্রশিক্ষণ পাওয়া যায়? প্রভৃতি জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। WB Utkarsh Bangla Scheme Training and Recruitment
এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নতুন কাজের দিশা দেখাচ্ছে রাজ্য সরকার। জেলাভিত্তিক প্রশিক্ষণ এর মাধ্যমে কাজের সুযোগ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ব্লক স্তরে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।WB Utkarsh Bangla Training and Recruitment
বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এই উৎকর্ষ বাংলার সেল তৈরি করা হয়েছে। সেখানে যোগাযোগ করে যুবক-যুবতীরা প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়াও প্রতিটি জেলার শিল্প কেন্দ্র দপ্তর আবার ব্লক প্রশাসনিক বিভাগের মাধ্যমে এই প্রশিক্ষণ পাওয়া যেতে পারে।WB Utkarsh Bangla Scheme Training and Recruitment
ইতিমধ্যে মালদা জেলার শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল জানিয়েছেন যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। জেলা শিল্প কেন্দ্র এবং প্রশাসনিক বিভাগের সেলে যোগাযোগ করলেও এই প্রশিক্ষণের সুযোগ পাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের শিল্প কারিগারি শিক্ষা বিষয়ের উপর এই প্রশিক্ষণটি দেওয়া হয়। ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ শেষে নানান সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজের সুযোগ পেয়ে থাকে।WB Utkarsh Bangla Scheme Training and Recruitment
এর পাশাপাশি মালদহ জেলাশাসক নিতীন সিংঘানিয়া জানিয়েছেন যে এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে কাজের সুযোগ দেওয়া হবে ছেলেমেয়েদের। এর পাশাপাশি প্রশিক্ষণের মান উন্নতি করার পরিকল্পনা রয়েছে। সকলেই যেন কাজের সুযোগ পায় সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।
মালদাহ জেলা প্রশাসকের পক্ষ থেকে এই স্কিমটি নিয়ে এক বৈঠক করা হয়। সেই বৈঠকে প্রশিক্ষণের মান উন্নত করার পরামর্শ দেন স্বয়ং জেলা শাসক। এই প্রশিক্ষণ নিয়ে সকলে যাতে কাজ পায় সেই বিষয়টির উপর জোর দেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।
Written by Nupur Chattopadhyay
Source : News18bangla
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You