হোলির মরশুমে রাজ্যজুড়ে রাজ্যজুড়ে বজ্রপাতসহ বিপুল বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যের দুই বঙ্গের রক্ষে নেই। চলতি সপ্তাহ জুড়ে টানা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। কোন জেলায় কতদূর পর্যন্ত বিস্তার লাভ করবে।আসুন আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে আগামী শুক্রবার পর্যন্ত থানা বৃষ্টিপাত হতে চলেছে। তবে তা সব জেলায় সমপরিমাণ থাকবে না।WB Weather Update
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই বজ্রপাতসহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে আগামী কয়েকদিন। তবে দুই বঙ্গের মধ্যে জেলাভিত্তিক এই বৃষ্টিপাতের পরিমাণেরও পার্থক্য লক্ষ্য করা যাবে এমনটাই আবহাওয়া দপ্তর কর্তৃক জানানো হয়েছে। বিশেষ করে পাহাড় ঘাশা জেলাগুলিতে এই টানা বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যাবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।WB Weather Update
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং আলিপুর জলপাইগুড়ি কোচবিহার এ কয়েকটি জেলায় আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হতে চলেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি জেলা যেরকম উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।WB Weather Update
তবে এই বৃষ্টিপাতের মাঝে রক্ষে নেই দক্ষিণবঙ্গেরও। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোম -মঙ্গলবার দুই দিনেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম প্রভৃতি জেলায় আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারের পর এই সমস্ত জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।WB Weather Update
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জড়িয়ে বাষ্প বাংলায় প্রবেশ করেছে, ঠিক সেই কারণে বাংলার জেলায় জেলায় অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুই তিন দিন আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায় পেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।WB Weather Update
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You