পশ্চিমবঙ্গে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গ জাতীয় জুডিশিয়াল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে (WBNUJS। রাজ্যের যে কোন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীরা আবেদন জানাতে পারবেন। উপযুক্ত যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীগণ WBNUJS এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা আগে শেষ পর্যন্ত পূরণ অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন। নিচে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। WBNUJS Job Recruitment

wbnujs

আবেদন পদ্ধতি : যোগ্য  ও আগ্রহী প্রার্থীরা MSME ইনোভেশন স্কিমের অধীনে তার IP সুবিধা কেন্দ্রে WBNUJS -এর দ্বারা বিজ্ঞাপন দেওয়া পদগুলির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই  প্রার্থীদের ২০ জুলাই ২০২৪ তারিখে সকাল ১০ টা থেকে কলকাতা ক্যাম্পাসে একটি সরাসরি ইন্টারভিউ-তে উপস্থিত থাকতে হবে।  আবেদনকারীদের একটি পাসপোর্ট সাইজের ছবি, সমস্ত একাডেমিক সার্টিফিকেটের কপি, যাচাইকরণের জন্য আসল একাডেমিক রেকর্ড এবং সরকার-প্রদত্ত ফটো আইডি সহ একটি মুদ্রিত CV আনতে হবে। অরিজিনাল ও জেরক্স কপি উভয় নিয়ে উপস্থিত থাকতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই ইন্টারভিউ উপস্থিত থাকতে পারেন।

 

পদের নাম ও তার সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল – 

1. IRP Consultant 

যোগ্যতা : একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে বিজ্ঞানে স্নাতক এবং এলএলবি ডিগ্রি পাশ করতে হবে

মাসিক বেতন : এই প্রতিমাসে একত্রিতভাবে মাসিক বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা।

 

2. IPR Attorney

যোগ্যতা : একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে LLM এবং পেটেন্ট/ট্রেড মার্কের আইপিআর এজেন্ট এর যোগ্যতা থাকতে হবে।

মাসিক বেতন : এই পদের জন্য প্রতিমাসে সম্মিলিত ভাবে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা।

মাধ্যমিক পাশে রেলে ফের 2424 শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই -Central Railway Job Recruitment

3. Secretarial & Financial Assistant

যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্সে গ্রাজুয়েট পাস করতে হবে

মাসিক বেতন : এই পদের ক্ষেত্রে প্রতিমাসে সম্মিলিতভাবে ৩০ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে।

 

ইন্টারভিউ তারিখ : সংশ্লিষ্ট পদ গুলিতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২০ জুলাই ২০২৪ তারিখে।

Official Notification : Download 

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *