কিভাবে এবং কারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন
1. সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের নাম-নথিমুক্ত করতে গেলে কন্যা সন্তানের বয়স থাকতে হবে দশ বছরে নিচে।
2. কন্যা সন্তানের বয়স এক বছরের বেশি হলে সরাসরি স্টেট ব্যাংকে গিয়ে এই একাউন্ট খুলতে পারেন
3. একটি পরিবারের কেবল প্রথম দুটি কন্যা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন
4. এই প্রকল্পের মাধ্যমে মাসিক 250 থেকে 12500 টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন।