শুধু মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই বিপুল চাকরি দিতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, দেখুন বিস্তারিত -India Post GDS Recruitment

পদের নাম- পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক, পোস্টমাস্টার এবং সহ পোস্টমাস্টার পদে নিয়োগ হতে চলেছে।

শূন্য পদের সংখ্যা- প্রায় ৩০,০০০ শূন্য পদে (Expected)

বয়স- ১৮-৪০ বছর বয়সী সকল প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

পোস্ট অফিসের বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ইন্ডিয়া পোস্টের জিডিএস-র অনলাইন সাইট indiapostgdsonline.gov.in-এ যেতে হবে

আবেদনের খরচ-এই চাকরির জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত প্রার্থীদের পরীক্ষার ফিস দিতে হবে ১০০ টাকা এসসি এবং এসটি প্রার্থীদের কোনো মূল্য লাগবে না।