আবেদন মূল্য : রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে কোনো আবেদন মূল্য জমা করতে হবে না।
পদের নাম :
1. ALP ( লোকো পাইলট)
2. Trains Manager ( Goods Guard)
শিক্ষাগত যোগ্যতা : দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে যথাক্রমে মাধ্যমিক পাশ ও গ্রেজুয়েট পাশ থাকতে হবে। ALP পদের জন্য আইটিআই বা সংশ্লিষ্ট বিভাগ বা ট্রেডে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।
আবেদন করার শেষ তারিখ : আবেদন করা যাবে 12-06-2024 তারিখ পর্যন্ত।