রাজ্যে ব্লকে ব্লকে সামাজিক সম্পদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দৈনিক বেতন 300 টাকা -WB Govt BDO Office Job

রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য নতুন সুসংবাদ। রাজ্যের ব্লকে ব্লকে (BDO) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি প্রকল্পে এই সমস্ত কর্মীগুলি নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত প্রার্থীদের রাজ্যের BDO অফিসে নিয়োগ করা হবে অর্থাৎ নিয়োগ পত্র দেওয়া হবে। রাজ্যের ব্লকে চাকরি করার দারুন সুযোগ চাকরি প্রার্থীদের হাতে। যে সকল চাকরি প্রার্থী রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, সে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন। নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো। WB Govt BDO Office Job Recruitment

 

পদের নাম কি : এক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে সরকারি প্রকল্পে সামাজিক সম্পদ কর্মী (Community Resource Person) পদে নিয়োগ করা হবে।

 

কোথায় নিয়োগ করা হবে : এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার BDO অফিস গুলিতে সামাজিক সম্পদ কর্মী করা হবে।একাধিক BDO অফিসে নিয়োগ করা হবে।

 

বয়স সীমা: রাজ্যের BDO অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স থাকতে হবে নূন্যতম 25 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 45 বছরের মধ্যে।

 

বেতনক্রম :যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবে, তাদের মাসিক বেতন না দিয়ে এক্ষেত্রে দৈনিক সম্মানিক হিসেবে 300 টাকা হবে।

 

আবেদন প্রক্রিয়া:  যে সকল চাকরিপ্রার্থী সরকারের সংশ্লিষ্ট প্রকল্পের সামাজিক সম্পদ কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক, সেই সমস্ত চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

 

1.অফলাইনে আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে

2. এরপর আবেদন পত্রে নিজের নাম, ঠিকানা সহ অন্যান্য ডিটেলস পূরণ করতে হবে

3. তারপর পাসপোর্ট সাইজের ছবি ও নিজের সিগনেচার করতে হবে

4. সবশেষে আবেদনপত্রের সঙ্গে আপনার জরুরী সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি দিয়ে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থী সফলভাবে আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে এবং ইন্টারভিউ 10 নম্বরের হবে।  সর্বমোট 50 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ :এক্ষেত্রে চাকরি প্রার্থীর আবেদন পত্র জমা করতে পারবেন 15 ডিসেম্বরের মধ্যে।

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্কটি ক্লিক করবেন

Official Notice : Download Here

Official Website : Click Here

Telegram Channel : Join Now

Leave a Comment