বর্তমানে রাজ্য জুড়ে অন্যতম পতঙ্গবাহিত দুটি রোগ হল ডেঙ্গু ও ম্যালেরিয়া। ডেঙ্গু ও ম্যালেরিয়া দিনের পর দিন বেড়ে চলায় চাপের মুখে রাজ্য সরকার। কিন্তু সেই চাপ এরাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের নবান্ন দপ্তর (WB Government Recruitment)। নতুন বছরের শুরুতেই এই কর্মসূচির সূচনা করা হবে। রাজ্যের 23 জেলায় বিভিন্ন ওয়ার্ডে মাইক্রো প্ল্যানিং কর্মসূচি শুরু করা হবে। শুধু তাই নয় এই কর্মসূচি পরিচালনার জন্য দরকার প্রচুর কর্মী। তাই রাজ্য সরকার করতে জেলায় জেলায় কর্মী নিয়োগ করতে চলেছে। West Bengal Government Recruitment
রাজ্য সরকারের নবান্ন দপ্তর অনুযায়ী, যেহেতু পতঙ্গ বাহিত রোগ নিরাময়ের উদ্দেশ্যে মাইক্রো প্ল্যানিং কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, তাতে প্রায় হাজারেরও বেশি কর্মী দরকার। জানা গিয়েছে এক্ষেত্রে অনাবারি হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে গত কিছুদিন আগে রাজ্য সংশ্লিষ্ট দপ্তর করতে দ্রুত নিয়ম মেনে কর্মী নিয়োগের চিঠি দেওয়া হয়েছে। এই কর্মী নিয়োগের দায়ভার থাকলে পৌরসভার উপর। West Bengal Government Health Worker Recruitment
এই স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্দেশ্য কি?
আমরা সকলে জানি যে পতঙ্গবাহিত রোগ হল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে স্বাস্থ্য ও কর্মী নিয়োগ করার পিছনে মূল উদ্দেশ্য হলো তারা বাড়ি বাড়ি গিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করতে পারবেন। তারা যেহেতু বাড়ি বাড়ি পর্যবেক্ষণ করে সমীক্ষা চালায় তাই প্রশাসন কর্তৃক পরবর্তী পদক্ষেপ নেওয়া অতি সহজ হয়ে দাড়াই। WB Govt Govt Recruitment
যেহেতু পতঙ্গবাহিত রোগ একটি গুরুত্বপূর্ণ রোগ তাই অতি শীঘ্রই এই কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নবান্ন দপ্তর। রাজ্যজুড়ে জেলায় জেলায় হাজারেরও বেশি কর্মী নিয়োগ করা হবে এমনটাই জানা গিয়েছে। যেহেতু সামনে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটের পরে কর্মী নিয়োগ করা বিলম্ব হতে পারে তাই অতি শীঘ্রই এই প্রতীক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্ষার আগেই কর্মী নিয়োগ করা দরকার।
Kolkata Metro Recruitment : মাসিক বেতন 75 হাজার, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি
এবার প্রশ্ন হল কিভাবে নিয়োগ করা হবে বা কতজন নিয়োগ করা হবে :
দপ্তর সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে প্রতি 200 বাড়ি অর্থাৎ 1000 জনগণের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী এমন নিয়োগ করা হবে। এতে কেবল মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন এবং সুযোগ পেতে পারবেন। মহিলা প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে যাতে তারা সেই এলাকায় থেকে এই কাজ করতে পারে। সাধারণত অন্যান্য বিভাগে স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে যে যোগ্যতা লাগে অর্থাৎ মাধ্যমিক পাস এবং যা বয়স লাগে তা থাকতে হবে। West Bengal Government Recruitment
এত রাজ্যের প্রতি পৌরসভায় কম বেশি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে আরও জানা যায় যে এই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হবে DM অর্থাৎ জেলা শাসকের অধীনে।
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You