মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পরে একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছেন। তিনি বাংলার সমস্ত প্রকার মানুষের জন্য নানা রকমের প্রকল্পের খোঁজ নিয়ে এসেছেন। বাংলার ছেলে থেকে বুড়ো কিংবা কন্যা থেকে মহিলা বা হোকনা সে বয়স্ক, সকলের জন্য নানা জনমুখী প্রকল্পের সূচনা করেছেন তিনি। রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য থেকে শিক্ষা কিংবা বাসস্থান সহ বেকারত্ব দূর করতে নানা ধরনের প্রকল্পের সূচনা করেছেন। এবার তিনি এমন এক প্রকল্পের উল্লেখ করেছেন, যার মাধ্যমে সকল পড়ুয়াদের দেওয়া হবে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ। West Bengal Government SCC Scheme
রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে নতুন নতুন বহু প্রকল্পের সূচনা করেছেন। শুধু তাই নয়, তিনি বেকারত্বকে দূর করতে বেকার ভাতা প্রদান করে থাকেন। যার ফলে এখনো পর্যন্ত বহু বেকার প্রার্থীরা মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছেন। তাই আজকে এমন প্রকল্পের কথা বলতে যাচ্ছি যে,খানে প্রার্থীরা 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আসুন তাহলে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক। West Bengal Government Scheme
সামনে লোকসভা ভোট এবং ভোটের দিনক্ষণ ঘোষণা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সফরে বেড়িয়ে পরলেন। তিনি শিলিগুড়ি থেকে পাহাড়ে সফরে যাবেন। আজ তিনি শিলিগুড়িতে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান করে পাহাড় সফর শুরু করেন। তিনি এদিন ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত লোনের কথা উল্লেখ করেন। West Bengal Government Scheme
এদিন তিনি জানান ‘রাজ্যের প্রায় 900 হাজার সরকারি স্কুল ও মাদ্রাসা স্কুলগুলিতে প্রায় 12 লক্ষেরও বেশি সাইকেল প্রদান শুরু আজ থেকে। আগামী 15 জানুয়ারির মধ্যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান’। তিনি তিনি আরো জানান, ‘সবুজ সাথী প্রকল্পের জন্য প্রায় 500 কোটি টাকা খরচ হয়েছে সরকারের।’
এদিন ‘সবুজ সাথী ‘প্রকল্পের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ‘যে আগামী মাসেই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্মার্টফোন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এদিন তিনি আরো ঘোষণা করেন, রাজ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতে পারে। সরকারের তরফে প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে আগামী মার্চ মাসের মধ্যেই। এই প্রকল্পে নতুন নাম আসতে চলেছে প্রায় 1 লক্ষ 30 হাজার পড়ুয়া। West Bengal Government SCC Scheme
তিনি জানান যে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত পড়ুয়ারা মেধাবী কিন্তু আর্থিক অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না বা নামি প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে পারছে না, সে সমস্ত পড়ুয়াদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী পরিষোদের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকের উপর থেকে উচ্চ লেভেলের শিক্ষা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার কাঠামো অনুযায়ী টাকার পরিমান ধার্য করা হবে। West Bengal Government Scheme
রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের (West Bengal Student Credit Card) মাধ্যমে। এই টাকা দেওয়া হবে দেশের যে কোন সরকারি বা বেসরকারি ব্যাংক থেকে। এক্ষেত্রে গ্যারান্টার সরকার এবং এক্ষেত্রে সুদের পরিমাণ খুবই স্বল্প থাকবে এর পাশাপাশি এখানে পরিষোদের সময় দেওয়া হবে দীর্ঘ। তাই পড়ুয়াদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণের দারুন সুযোগ রয়েছে। এক্ষুনি আবেদন করুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে। WB Student Credit Card Scheme
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You