২০২১ সালে আগস্ট মাসে শুরু করা হয়েছিল এই ই শ্রম কার্ড প্রকল্প। E Shram Card হল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার দেশের বিভিন্ন শ্রমিক বা কর্মীদের তালিকা করে । তাদেরকে বিভিন্ন সাহায্য, পেনশন প্রদান করে থাকে। দেশের অজস্র কর্মী ও শ্রমিক রয়েছে যারা দিন খেটে খায়। তাদের উন্নতি কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা। দেশের সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের আর্থিক উন্নতি সম্ভব বলে অনেক বিশেষজ্ঞে মনে করেন। E Shram Card থাকলে ৬০ বছর বয়সের পর থেকে পেনশন পাওয়া যাবে।কি কি সুবিধা পাওয়া যায় ?
১. ব্যক্তির ৬০ বছর বয়স পূর্ণ হয়ে গেলে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পেয়ে থাকবেন।
২. আপাতকালীন কোন দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অক্ষম হলে এক লক্ষ টাকা পাওয়া যাবে । আর মারা গেলে দুই লক্ষ টাকা ইন্সুরেন্স পাওয়া যায়।
৩. ই -শ্রম কার্ডের সঙ্গে রেশন কার্ড ডিজিটাল ভাবে যুক্ত করলে, অন্য রাজ্যেও আপনি রেশনের সুবিধা পেয়ে যাবেন।
৪. ই শ্রম কার্ড হোল্ডার সন্তানদের জন্য ফ্রিতে সেলাই মেশিন, সাইকেল দেওয়া হয়ে থাকে।
আবেদনের জন্য যোগ্যতা
১. E- Shram কার্ডে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছর বয়স থাকলে আবেদন করতে পারবে।
২. E Shram Card আবেদনের জন্য ব্যক্তিকে অসংগঠনিক কর্মরত শ্রমিক হতে হবে অর্থাৎ কোন সংগঠনের সাথে যুক্ত থাকলে হবে না।
৩. যারা সরকারকে আয়কর দেন তারা E Shram Card এর জন্য আবেদন করতে পারবে না । আর এর থেকে কোন সুবিধা গ্রহণ করতে পারবেন না ।
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের জন্য প্রয়োজনীয় যে স্বপ্নথিপত্র দরকার সেগুলি হল-
১. পরিচয় পত্র হিসাবে আঁধার কার্ড অথবা ভোটার কার্ড ।
২. একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. ব্যাংকের একাউন্টের প্রয়োজনীয় তথ্য।
৪. মোবাইল নাম্বার সাথে দিতে হবে।
৫. প্যান কার্ড (যদি না থাকে অসুবিধা নেই)।
আবেদন করার পদ্ধতি
১. আপনি সর্বপ্রথম ই শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। (নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল)
২. এরপর নিজের একাউন্ট আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং Captcha কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. আপনার মোবাইলে একটি otp পাঠানো হবে সেই otp লিখতে হবে ।
৪. আবেদন করার জন্য আবেদন পত্রটি সঠিক তথ্য অনুসারে নাম, ঠিকানা, বয়স দিয়ে ফিলাপ করতে হবে ।
৫ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটন ক্লিক করতে হবে।
এভাবে আপনার ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে পাঠানো হবে ।
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You