বছরের শুরুতেই রেশন কার্ড নিয়ে বিরাট ঘোষণা করলো মোদি সরকার। আপনার পরিবার কি রেশন থেকে চাল, গম, আটা প্রভৃতির সুবিধা পেয়ে থাকেন ? তাহলে আপনার জন্য আরও একটি বড় খুশির খবর। নতুন বছরে চাল, আটা নিয়ে আর কোন চিন্তা থাকলো না। এই বছর খাওয়া দাওয়া নিয়ে আর কোন চিন্তা দেশের মানুষের করতে হবে না। ২০২৪ সালের শুরুতেই ৮০ কোটি ভারতবাসীর জীবনে খুশির বার্তা নিয়ে এলো মোদি সরকার। এই ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। আপনার পরিবার কতটা করে রেশনের সুবিধা পায় ? কতটা রেশন সুবিধা আপনি পাওয়ার যোগ্য ? তা বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের দ্বারা। Government Scheme
২০২০ সালে করোনা মহামারী সারা পৃথিবীবাসীর জীবনে এনেছিল এক মহা বিপদ। এই সময় সারা দেশে লকডাউন শুরু হয়। কোটি কোটি মানুষের জীবনে জীবিকার পাশাপাশি অন্য ব্যবস্থায় নেমে আসে, ঘোর দুর্যোগ। তখন মোদি সরকার সম্পূর্ণ ভারতবাসীকে ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অণ্য যোজনা নামক একটি প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে ভারতবাসী বিনামূল্যে চাল, আটা, গম ইত্যাদি পেয়ে থাকেন।Government New Scheme
বর্তমানে ২০২৪ সালে এই করুণা মহামারী প্রভাব আর নেই। তবুও মোদি সরকার একটি নতুন ঘোষণা করলেন। আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত ফ্রিতে রেশন ব্যবস্থা চালু রাখা হবে। সামনে ২০২৪ লোকসভা ভোট রয়েছে এই কারণেই সাধারণ মানুষের মন জয় করার জন্য মোদি সরকারের এই নতুন উদ্যোগ । এছাড়াও দেশের সাধারণ গরিব নাগরিকদের কথা ভেবে এই প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। যদিও ২০২৩ এর ডিসেম্বর মাস পর্যন্ত ফ্রিতে রেশন ব্যবস্থা চালু রাখার শেষ মেয়াদ ছিল। কেন্দ্র সরকারের নতুন উদ্যোগে এই প্রকল্পের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হলো। ফলে দেশের ৮০ কোটির বেশি মানুষ প্রতি মাসে বিনামূল্যে চাল, গম, আটা ইত্যাদি পাবেন ।Government Ration Scheme
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে দেশবাসীর অনেকেই সাধুবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেশের গরিব মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অণ্য যোজনার মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করার জন্য সবাই খুশি হয়ে যায়। প্রতিমাসে মাথাপিছু পাঁচ কেজি করে চাল দিয়ে থাকেন। কিন্তু অনেক অসৎ রেশন ডিলারেরা নাগরিকের ন্যায্য রেশনটি দেন না। তার ভাগের রেশনটি ডিলার নিজে বা অন্যান্য অসৎ ব্যক্তিরা আত্মসাৎ করার চেষ্টা করেন। তাই গ্রাহকের জানা উচিত তার ন্যায্য কতটা করে চাল তার অধিকার ।Ration Card New Scheme
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You