রাজ্যের জেলা পরিষদে স্টাফ নিয়োগ, 23 জেলা থেকে নিয়োগ -WB Govt Recruitment

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? এদিক ওদিক চাকরি খোঁজাখুঁজি করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।  এবার রাজ্য সরকারের অধীনে ( wb govt recruitment) জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের 23 জেলা থেকে চাকরি প্রার্থী গন আবেদন জানাতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সুযোগ হাতছাড়া না করে আবেদন করে ফেলুন। নিচে আমরা আবেদন সম্পর্কে ধাপে ধাপে আলোচনা করছি। WB Zilla Parishad Job Recruitment

 

পদের নাম :জেলা পরিষদের স্টাফ (Staff Recruitment) পদে নিয়োগ করা হবে 

 

বয়স সীমা (Age Limit) 

যে সমস্ত চাকরিপ্রার্থী কোন জেলা পরিষদের সংশ্লিষ্ট স্টাফ পদে আবেদন করতে চাই, তাদের আবেদন করতে বয়স থাকতে হবে 35 বছর বা তার নিচে। wb govt recruitment

 

মাসিক বেতন (Monthly Salary) 

 যে সমস্ত চাকরিপ্রার্থীগণ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 11 হাজার টাকা। আরো বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন

 

শিক্ষাগত যোগ্যতা ( Educational Qualification) 

যে সমস্ত চাকরিপ্রার্থীগণ উপরোক্ত স্টাফ পদে আবেদন করতে চাই, সে সমস্ত চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যেকোনো সরকারি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য। এছাড়াও চাকরিপ্রার্থীদের অবশ্যই কম্পিউটার যোগ্যতা থাকতে হবে।

 

আবেদন পদ্ধতি (Application Process) 

যে সমস্ত চাকরি প্রার্থী গণ সংশ্লিষ্ট পদে আবেদন করার যোগ্যতা রাখে এবং আবেদন করতে চাই তারা অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিংবা অফিসিয়াল নোটিস ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে

2. এরপর আবেদনপত্রে দেওয়া খালিঘরে নিজের সঠিক তথ্য নির্দেশ মতো পূরণ করতে হবে

3. আবেদনপত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ও সিগনেচার করতে হবে

4. এর পাশাপাশি আবেদন পত্রটির সঙ্গে সমস্ত জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি একসাথে করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে

Post Name  Support Staff
Age Limit  18-35 Years
Monthly Salary  11,000
Last Date  18 January 2024

 

আবেদনের তারিখ সমূহ  ( Last Date of Application) 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন করতে চাই তারা আবেদন পত্র জমা করতে পারবেন 1 জানুয়ারি 2024 থেকে 18ই জানুয়ারী 2024 পর্যন্ত।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা : Office of the Alipurduar Zilla Parishad, Maya Talkies Road, Alipurduar, PO & Dist: Alipurduar, PIN – 736121

 

আবেদন করার আগে অবশ্যই অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

Leave a Comment